আমাদের সম্পর্কে :

 


বাংলাদেশ তথা উত্তরের জনপদ রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী আঁশ বিহীন আম হাড়ীভাঙ্গা। আমরা কয়েক জন আম বাগান মালিক দেশে ও দেশের বাইরের প্রকৃত ভোক্তাদের নিকট সরাসরি বাগান থেকে সংগ্রহকৃত তাজা ও টাটকা স্বাদের আম তাদের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করেছি। আমরা বিশ্বাস করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাদরে গ্রহন করবেন এবং সাশ্রয়ী দামে আসল আমের প্রকৃত স্বাদ গ্রহনে পরিতৃপ্তি বোধ করবেন।
বাজারে আরো অনেক ব্যবসায়ী মুনাফার জন্য ব্যবসায়ী হিসেবে এই কাজটিই করে যাচ্ছেন। কিন্তু আমরা ব্যবসায়ী মুনাফালোভীদের থেকে একটু আলাদা,আমরা বাগান মালিক। আপনারা ইচ্ছে করলে সরাসরি ভিডিও কলে যে,গাছের আম পছন্দ করবেন, সেই গাছের আম আপনাদের সরবরাহ করা হবে। কথা অনুযায়ী কাজ না হলে মানিব্যাক গ্যারান্টি।
কদমতলা,ময়েনপুর,মিঠাপুকুর, রংপুর।
মোবাইল নম্বর : ০১৭১৮৪৪৩৭৮০, ০১৩০৯১৩৪৭০৮